Tuesday, June 24, 2025
দেশ

কৃষকদের সাহায্য করতে বদ্ধপরিকর তাঁর সরকার: মোদী

নয়াদিল্লি: কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকদের প্রতিবাদ অব্যাহত। সরকারের সঙ্গে দফায় দফায় বৈঠকের পরেও কোনও সমাধান বের হয়নি। তাই কৃষকরাও প্রতিবাদ থেকে সরে আসেনি। তাই এবার কৃষক বিদ্রোহ মোকাবিলায় আসরে নামলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)।

শনিবার তিনি বলেন, কৃষকদের সাহায্য় করতে তাঁর সরকার বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী আরও বলেন, নয়া কৃষি আইন কৃষকদের নয়া বাজার দেবে এবং কৃষিক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধি ও প্রযুক্তিতে সহায়তা করবে।

এদিকে, কৃষি আইন বাতিলের দাবি জানিয়ে শুক্রবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে ভারতীয় কিষান ইউনিয়ন। সেই প্রেক্ষাপটে কৃষকদের উদ্দেশ্যে মোদী বার্তা কি প্রভাব ফেলে সেটাই এখন দেখায় বিষয়।

এর আগে, কৃষি আইনের পক্ষে মোদী বলেছিলেন, কৃষকদের স্বার্থেই আইনের সংস্কার করা হচ্ছে। এর ফলে আরও অনেক অপশন পাবেন তাঁরা। নিজের পণ্য় ভালো দামে ও পরিকাঠামোয় সরাসরি বিক্রি করার স্বাধীনতা পাবেন তাঁরা।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত দীর্ঘ ৫ বছর ধরে।