‘কুস্তিগীরকে টাকা দিয়ে আমাকে মেরে ফেলতে চেয়েছিল তনুশ্রী’, অভিযোগ রাখির
পঞ্চকুলা: গত রবিবার দেবী লাল স্টেডিয়ামের একটি রেসলিং রিংয়ে নাচতে গিয়েছিলেন রাখি সাওয়ান্ত। নাচের ফাঁকে এক মহিলা কুস্তিগীর রাখিকে মারপিটের আমন্ত্রণ জানান। তখন অভিনেত্রী বলেন, আমি রেসলিং করতে জানি না। ড্যান্স করতে পারি। তুমি পারলে আমার সঙ্গে ড্যান্স করো। এরপর দুজনের মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাখিকে দুই হাতে উপরে তুলে আছাড় মারেন ওই নারী কুস্তিগীর। আছাড় খেয়ে রিংয়ে নিস্তব্ধ হয়ে পড়ে ছিলেন রাখি। এরপর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার ২৪ ঘণ্টাও কাটেনি এ মধ্যেই তাঁকে এভাবে মারার জন্য ফের তনুশ্রী দত্তকে কাঠগোড়ায় তুললেন রাখি ৷ এর আগেও নানা পাটেকর বিতর্কে তনুশ্রীকে এক হাত নিয়েছিলেন রাখি ৷ ফের তনুশ্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন। ইনস্টাগ্রাম পোস্টে রাখি লিখেছেন, ওই মহিলা কুস্তিগীর তনুশ্রীর থেকে টাকা নিয়ে এমন কাজ করেছেন। পরিকল্পনামাফিক তাঁকে ওভাবে আছড়ে ফেলা হয়েছে যাতে তিনি গুরুতর চোট পেয়ে আর কোনওদিন নাচ করতে না পারেন।
ওই মহিলা কুস্তিগীরকে উদ্দেশ্য করে রাখি লিখেছেন, ও একজন রেবেল। তনুশ্রী দত্তর থেকে টাকা নিয়ে এই কাজ করেছে। পরিকল্পিত ভাবে আমার সঙ্গে এমন করা হয়েছে। যাতে আমি আর ড্যান্স করতে না পারি। আমার ফ্যানদের আনন্দ না করতে পারি। ভারত, আমেরিকা, ব্রিটেন সহ সমগ্র বিশ্বে আমার যতো ফ্যান আছেন তাঁদের অনুরোধ করছি আমার পাশে দাঁড়ান। ওই লোকগুলোর সঙ্গে লড়াইয়ে আমায় সমর্থন করুন।
রাখির অভিযোগ, তাঁর এই দুর্ঘটনার জন্য একমাত্র দায়ী তনুশ্রী দত্ত। ওই কুস্তিগীরকে টাকা নিয়ে তনুশ্রীই পাঠিয়েছিলেন বলেও অভিযোগ করেন। এমনকি এটা তাঁকে মেরে ফেলার ষড়যন্ত্র ছিল বলেও দাবি করেন রাখি।