‘হিন্দুদের বাড়ি ঘর ভাঙচুরের ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে’, ভারতকে জানালো বাংলাদেশ
ঢাকা/নয়াদিল্লি: সম্প্রতি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তোলপাড় হয়ে উঠে বাংলাদেশ। কুমিল্লায় হিন্দুদের বাড়ি ঘর ভাঙচুর করা হয়। অভিযোগ, ফেসবুক পোস্টে মহানবীকে অপমান করা হয়েছে। ভিত্তিহীন এই অভিযোগকে ঘিরে শুরু হয় সমস্যা। এই ঘটনায় চরম অস্বস্তিতে বাংলাদেশ সরকার। ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত।
ভারতের বিদেশমন্ত্রক বলছে, তাঁরা এই বিষয়টি নিয়ে বাংলাদেশের সরকারের সাথে যোগাযোগ রাখছে। বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব দিল্লিতে বিদেশমন্ত্রকের সাংবাদিক বৈঠক চলাকালীন এ কথা জানান।
অনুরাগ শ্রীবাস্তব জানান, কুমিল্লার ঘটনার বিষয়ে ঢাকায় আমাদের হাই কমিশন ও দূতাবাস বাংলাদেশের প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে। তাদের কাছে বিষয়টি আমরা উত্থাপন করেছি। বাংলাদেশ সরকার জানিয়েছে, কুমিল্লার এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে তাঁরা।
বাংলাদেশের বিদেশমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, এই ঘটনা আসলে একটা দুর্ঘটনা। কোন সরকারই চায় না যে এগুলো হোক। আমাদের দেশ সম্প্রীতির দেশ। আমাদের দেশে মাইনরিটিরা যত সুখে আছে, অন্য অনেক দেশে সে অবস্থা নেই।
আব্দুল মোমেন আরও বলেন, এরকম একটা দুর্ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গেই আমরা তার বিচারের ব্যবস্থা করি। আমরা নিজে থেকেই এ ব্যাপারে অ্যালার্ট। সম্প্রীতি কোথাও নষ্ট হোক, এটা আমরা চাই না, এটা আমাদের একটা প্রায়োরিটি ইস্যু।


