Monday, November 17, 2025
আন্তর্জাতিক

কট্টরপন্থীদের সামনে মাথা নোয়াবে না ফ্রান্স, ব্যঙ্গচিত্র প্রদর্শনের অধিকার আছে: ফরাসি প্রেসিডেন্ট

প্যারিস: মহানবী হযরত মুহম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনকে কেন্দ্র করে ফ্রান্সের সঙ্গে মুসলিম দেশগুলোর তীব্র বিতর্ক চলছে। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ ‘মত প্রকাশের স্বাধীনতার’ প্রেক্ষাপটে এই ব্যঙ্গচিত্র প্রদর্শনের অধিকার আছে বলে যুক্তি দিয়েছেন। এরপরেই মুসলিমরা ক্ষিপ্ত হয়ে উঠেছেন। ফরাসি পণ্য বর্জনের ডাক দিয়েছেন তারা।

মুসলিম দেশগুলো ক্ষোভে ফেটে পড়লেও ফরাসি প্রেসিডেন্ট সাফ বলেছেন, ফ্রান্স কট্টরপন্থীদের সামনে মাথা নোয়াবে না। টুইটে তিনি বলেছেন, কট্টরপন্থীরা বলছে ফ্রান্সকে সন্মান করা উচিৎ না। ওরা বলছে যে, মহিলা আর পুরুষরা সমান না আর ছোট ছোট মেয়েদের পুরুষদের মতো সমান অধিকার দেওয়া উচিৎ না।

জবাবে আরবি ভাষায় কড়া শব্দের মাধ্যমে এমানুয়েল মাক্রোঁ বলেন, আমি আপনাদের স্পষ্ট জানিয়ে দিচ্ছি, আমাদের দেশে এসব চলবে না। তিনি বলেন, অনেক মিথ্যে গুজব ছড়ানো হচ্ছে। তবে আমি সাফ জানাতে চাই, ফ্রান্সে আমরা এখন যা করছি, সেটা ইসলামের নামে হওয়া সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য। এটা ইসলামের বিরুদ্ধে না।

ফরাসি প্রেসিডেন্ট বলেন, সন্ত্রাসবাদ আমাদের দেশের ৩০০ এর বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।  তিনি বলেন, মহানবীকে নিয়ে আঁকা বিতর্কিত ব্যঙ্গচিত্রের কারণে মুসলিমরা কেন এতটা ক্ষুব্ধ হয়েছিল সেটা তিনি বুঝতে পারেন। তবে এর কারণে সহিংসতার যুক্তি তিনি কোনওদিনই মানতে পারবেন না।