Thursday, November 13, 2025
রাজ্য​

‘এলাকার কোনও উন্নয়ন হয়নি, ৪০ লাখ টাকার বাড়ি হল কি করে?’ গ্রামবাসীদের রোষানলে তৃণমূলের উপপ্রধান

জামুড়িয়া: গ্রামবাসীর রোষানলের মুখে পড়লেন তৃণমূলের এক উপপ্রধান। গ্রামবাসীর রোষের মুখে পড়ে ওই নেতা কার্যত হাতজোড় করে গ্রাম থেকে পালিয়ে বাঁচেন। ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার (Jamuria) চুরুলিয়া গ্রামে। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

গ্রামবাসীরা প্রশ্ন তুলেছেন, চাকরি না করেও কিভাবে ৪০ লাখ টাকার সম্পত্তির মালিক হলেন উপপ্রধান প্রদীপ মুখোপাধ্যায়। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত উপপ্রধান দিয়েছেন সাফাই, বিজেপির লোকজন চক্রান্ত করে এই ঘটনা ঘটিয়েছে।

স্থানীয় বাসিন্দা স্বপন রুইদাসের অভিযোগ, গ্রামে কোনও উন্নয়নমূলক কাজ হয়নি। কিন্তু উপপ্রধানের ৪০ লাখ টাকার বাড়ি বানিয়েছেন। কুড়ি-তিরিশ লাখ টাকার সম্পত্তি হয়েছে। তাঁর প্রশ্ন, এত টাকা এল কোথা থেকে?

এরপর প্রকাশ্যেই উপপ্রধানকে গালিগালাজ এবং রীতিমতো মারমুখী হয়ে ওঠেন উত্তেজিত গ্রামবাসী। শেষ পর্যন্ত হাতজোড় করে ক্ষমা চেয়ে পালিয়ে বাঁচেন ওই উপপ্রধান। এরপর হাততালির আওয়াজ ওঠে।

উপপ্রধানের অভিযোগ, স্বপন রুইদাস আগে সিপিএম করত। এখন বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। আমাদের হেনস্তা করতে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়। গোপনে ভিডিও রেকর্ডিং করা হয়েছে।

এদিকে, জামুড়িয়ার বিজেপি নেতা রানা বন্দ্যোপাধ্যায় বলেন, চুরুলিয়া পঞ্চায়েত এলাকায় কোনও উন্নয়নমূলক কাজই হয়নি। রাস্তাঘাট, আলো কিছুই নেই। তাই এলাকার মানুষ ক্ষোভপ্রকাশ করছেন। কেউ প্রতিবাদ করলেই বিজেপি বলে তকমা এঁটে দেওয়া হচ্ছে।