Tuesday, November 18, 2025
জীবনযাপন

একই জিনিসের রঙ মানুষের চোখে ভিন্ন ভিন্ন হয় কেন?

২০১৫ সালে একটি মেয়ের জামার রঙ নিয়ে বিতর্ক হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় লোকজন এই রঙ বিতর্কে জড়িয়ে পড়েছিল। একদল বলেছিল জামাটি কালো ও নীল। আরেক দলের জবাব ছিল সাদা ও সোনালী।

তবে একই জিনিসের রঙ মানুষের চোখে ভিন্ন ভিন্ন হয় কেন?

এর উত্তর হল কোন জিনিসের রঙ কোন ব্যক্তির চোখে কি রঙের দেখাবে সেটা নির্ভর করে অনেক কিছুর উপর। যেমন: আলো, কম্পিউটার কিংবা ফোনের স্ক্রিন, ওই জিনিসটাকে কারও মস্তিষ্ক কিভাবে গ্রহণ করছে, দর্শকের দৃষ্টিশক্তি ইত্যাদির উপর।

জামার রঙ নিয়ে বিতর্ক

বিজ্ঞানীরা বলছেন, আলোর ভিন্ন ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের কারণে একেক মানুষের মস্তিষ্ক একেক জিনিসের প্রতি একেকভাবে সাড়া দিয়ে থাকে। অর্থাৎ আলোটা কিভাবে কার চোখে এসে পড়ছে, কোন ধরনের আলো ইত্যাদি।

এছাড়াও আমাদের চোখের ভেতরে যেসব রড ও কোন আছে সেগুলোর গঠন একেক জনের চোখে একেক রকমের। একারণেও রঙের ভিন্নতা তৈরি হয়। জিনিসটি কোন রঙের হবে এ ব্যাপারে আমাদের মস্তিষ্কই শেষ সিদ্ধান্ত নিয়ে থাকে।

উপরের টেনিস বলের ছবি দেখে বলটি অনেকের কাছে মনে হয় সবুজ, আবার অনেকের কাছে হলুদ।  এ বিষয়ে যুক্তরাজ্যের লিডস বিশ্ববিদ্যালয়ে রঙের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক অধ্যাপক স্টিভেন ওয়েস্টল্যান্ড বলেন, একটি রঙকে ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্নভাবে দেখে। আমরা সবসময় কোন একটি রঙকে ঠিক একইভাবে দেখি না। তবে মজার ব্যাপার হচ্ছে এরকমটা সবসময় ঘটে না। এটাও সম্ভব যে মানুষ হয়তো ভিন্ন রঙটাই দেখছে কিন্তু তার মাথায় আসলে কি সেটা বোঝা অসম্ভব।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।