‘খেলা সবে শুরু, আপনি কিচ্ছু করতে পারবেন না’, উদ্ধব ঠাকরকে চ্যালেঞ্জ অর্ণবের
মুম্বাই: বুধবার রিপাবলিক টিভির প্রতিষ্ঠাতা সম্পাদক অর্ণব গোস্বামীর (Arnab Goswami) অন্তর্বতী জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। জেল থেকে ছাড়া পেয়েই পৌঁছে যান রিপালবিক টিভির স্টুডিওতে। সেখানে বসেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের উদ্দেশে ছুড়ে দেন চ্যালেঞ্জ। হুঁশিয়ারির সুরে বলেন, আপনি হেরে গিয়েছেন উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। খেলা তো সবে শুরু। জেল থেকেই সব করব। আপনি কিচ্ছু করতে পারবেন না!
আত্মহত্যার প্ররোচনার মামলায় এক সপ্তাহ পর বুধবার অন্তর্বতী জামিন পেয়ে জেল থেকে ছাড়া পান অর্ণব গোস্বামী। ফেরেন রিপাবলিক টিভির স্টুডিওতে। ফিরেই ঠাকরকে কড়া বার্তা দিয়ে বলেন, প্রতিটি ভাষায় তাঁর চ্যানেল শুরু করবেন। আন্তর্জাতিক ক্ষেত্রেও পা রাখবে তাঁর চ্যানেল।
মুম্বাই পুলিশ কমিশনার পরমবীর সিংকেও আক্রমণ করেন অর্ণব গোস্বামী। উদ্ধব ঠাকরের বিরুদ্ধে কড়া আক্রমণ হেনে অর্ণব গোস্বামী বলেন, উদ্ধব ঠাকরে আপনি আমাকে ভুয়ো মামলায় গ্রেফতার করেছেন। শুধু তাই নয়, আপনি আমার কাছে ক্ষমা অবধি চাননি! খেলা তো সবে শুরু। আমি প্রত্যেকটি আঞ্চলিক ভাষায় রিপাবলিক টিভি চ্যানেল লঞ্চ করব। জেলের ভিতর থেকেই আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও নিজের উপস্থিতির জানান দেব। আর আপনি কিচ্ছু করতে পারবেন না!
পাশাপাশি, সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানান অর্ণব গোস্বামী। এরপর ‘জয় মহারাষ্ট্র’ স্লোগান দিয়েই নিজের বক্তব্য শেষ করেন তিনি।


