মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারী
কলকাতা: সকল জল্পনার অবসান ঘটিয়ে মন্ত্রিত্ব ছেড়ে দিলেন শুভেন্দু অধিকারী। আগেই জেড ক্যাটাগরি নিরাপত্তা ছেড়ে দিয়েছিলেন তিনি। এবার শুক্রবার মন্ত্রিত্বও ছেড়ে দিলেন নন্দীগ্রামের বিধায়ক। চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ও রাজ্যপাল জগদীপ ধনকরকে।
এর আগে বৃহস্পতিবারই হুগলি নদী ব্রিজ কমিশনারের (HRBC) চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন সদ্য প্রাক্তন হওয়া রাজ্যের পরিবহণ মন্ত্রী। সূত্রের খবর, ডিসেম্বরের প্রথম সপ্তাহেই বিজেপিতে যোগ দিতে পারেন তিনি।
বৃহস্পতিবার HRBC-র চেয়ারম্যান পদ ছাড়ার পর জোর জল্পনা শুরু হয়ে যায়। তাঁর ভবিষ্যৎ রাজনৈতিক জীবন নিয়ে জোর জল্পনা শুরু হয়। এবার মন্ত্রিত্ব ছাড়ার পর সেই জল্পনা আরও বেড়ে গেল।
মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে শুভেন্দু অধিকারী লিখেছেন, রাজ্যের মানুষের সেবা করার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। এদিকে, রাজ্যপাল জগদীপ ধনকর জানিয়েছেন শুভেন্দুর পদত্যাগপত্র হাতে পেয়েছেন। টুইটে তিনি লিখেছেন, আজ দুপুর ১ টা ৫ মিনিটে শুভেন্দু অধিকারীর দফতর থেকে মুখ্যমন্ত্রীকে লেখা পদত্যাগ পত্র আমাকে ফরোয়ার্ড করা হয়েছে। সাংবিধানিক প্রেক্ষাপট থেকে বিষয়টি দেখা হবে।
শুক্রবারই রাজ্য সরকারের দেওয়া জেড ক্যাটাগরি নিরাপত্তা ছেড়ে দেন শুভেন্দু অধিকারী। নিজের পাইলট কার এবং এসকর্টও ছেড়ে দেন। তার কিছুক্ষণ পরেই ইস্তফাপত্র পাঠিয়ে দেন মুখ্যমন্ত্রী ও রাজ্যপালকে।


