ইসলামের সংশোধন করা উচিত না হলে সভ্য সমাজে এর স্থান নেই: তসলিমা নাসরিন
কলকাতা: ফ্রান্সে হজরত মহম্মদের ব্যাঙ্গাত্মক ছবি দেখানোর কারণে এক স্কুল শিক্ষকের গলা কেটে নেয় এক ইসলামিক কট্টরপ্রন্থী। আল্লাহ হু আকবর ধ্বনি দিয়ে ওই শিক্ষকের গলা কেটে নেয় ওই আততায়ী। তবে শুধু ফ্রান্স নয়, ভারত, বাংলাদেশেও ইসলামিক কট্টরপ্রন্থীরা হামলা চালিয়েছে। ইসলামিক সন্ত্রাসীদের উপদ্রবে চিন্তিত গোটা বিশ্ব।
ফ্রান্সে এক শিক্ষকের গলা কেটে হত্যা করার পর এক চার্চে ঢুকে এক মহিলা সহ দু’জনের গলা কেটে হত্যা করা হয়েছে। হত্যাকারীরা আল্লাহ হু আকবর ধ্বনি দিয়েই এই হত্যা করেছে।
এবার ইসলামিক সন্ত্রাসের বিরুদ্ধে সরব হলেন লেখিকা তসলিমা নাসরিন। টুইটে তিনি নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন। তিনি লিখেছেন, ইসলামে সংশোধনের প্রয়োজন আছে। তা নাহলে সভ্য সমাজে ইসলামের কোন স্থান নেই। পাশাপাশি, ‘বয়কট ইসলাম’-এর দাবিও জানিয়েছেন লেখিকা।
উল্লেখ্য, তসলিমা নাসরিন বরাবরই কট্টরপন্থীদের চোখে একজন বিতর্কিত লেখিকা। বহুবার ইসলামিক মৌলবাদীরা রোষের মুখে পড়েছেন তিনি। এবার ‘বয়কট ইসলাম’-এর দাবি জানিয়ে তিনি যে ফের ইসলামিক মৌলবাদীদের আক্রোশের শিকার হবেন তা নিয়ে কোনও সন্দেহ নেই।


