‘প্রেমের নামে লাভ জিহাদ চলবে না’, উত্তরপ্রদেশ, হরিয়ানার পর এবার আইন আনছে মধ্যপ্রদেশ
ভোপাল: লাভ জিহাদ বন্ধে অসম, উত্তরপ্রদেশ, হরিয়ানা আগেই আইন আনার কথা ঘোষণা করেছে। এবার সেই পথেই হাঁটতে চলেছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশ সরকার। তাঁরা সাফ জানিয়ে দিল, ভিন্ন ধর্মে বিয়ে বদ্ধ করতে আইন আনছে তাঁরা।
সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chouhan) জানান, ভিন্ন ধর্মে বিয়ে আটকাতে রাজ্যে আইন কার্যকর করার কথা ভাবছে তাঁর সরকার।
শিবরাজ সিং চৌহান বলেন, প্রেমের নামে কোনও জিহাদ চলবে না। কেউ এটা করলে তাকে উচিত শিক্ষা দেওয়া হবে। আর সেজন্যই একটি আইন জারি করা হবে।
এদিকে মহানবির কার্টুন বিতর্কে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর বিরুদ্ধে ভোপালে আয়োজিত বিক্ষোভ প্রসঙ্গেও মন্তব্য করেন শিবরাজ। তাঁর কথায়, কোনও রকম বিক্ষোভ প্রদর্শন চলবে না মধ্যপ্রদেশে। অনুমতি ছাড়াই একটি প্রতিবাদ সভা করা হয়েছিল। বিক্ষোভকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও তিনি জানান।
উল্লেখ্য. সম্প্রতি এলাহাবাদ হাইকোর্ট এক রায়ে জানিয়েছে, শুধুমাত্র বিয়ে করার জন্য ধর্ম বদল গ্রাহ্য, বৈধ নয়। এরপরই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সাফ হুঁশিয়ারি, যারা পরিচয় লুকিয়ে মেয়েদের ঠকাবে, তাদের রাম নাম সত্য হ্যায় যাত্রা শুরু হবে। হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টারও লাভ জিহাদ বন্ধে আইন আনার ঘোষণা দিয়েছেন।


