Thursday, November 13, 2025
দেশ

বিশ্বের দীর্ঘতম হাইওয়ে টানেল ‘অটল টানেল’-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নয়াদিল্লি: শনিবার বিশ্বের দীর্ঘতম হাইওয়ে টানেল অটল টানেলের (World’s longest highway tunnel Atal Tunnel) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই টানেল আরও কাছে এনে দিল লাদাখকে। এই টানেলের ফলে মানালি থেকে লেহ্‌র মধ্যে দূরত্ব ৪৬ কিলোমিটার কমে যাবে। যাতায়াতের ক্ষেত্রে চার ঘণ্টা সময় কম লাগবে। তুষারপাতের মতো সমস্যাও এড়ানো যাবে। শীতের সময়েও দ্রুত পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলএসি) সেনা ও সামরিক সরঞ্জাম দ্রুত পৌঁছনো সম্ভব হবে।

বর্তমানে বিশ্বের দীর্ঘতম হাইওয়ে টানেল হল এই অটল টানেল। ১০ হাজার ফুট উঁচুতে ৯.০২ কিলোমিটার লম্বা এই টানেল মানালি ও লাহুল-স্পিতি ভ্যালির মধ্যে যোগাযোগ স্থাপন করল। এই টানেল তৈরি হওয়ার আগে প্রতি বছর ভারী বরফ পড়ায় বছরের পাঁচ মাস লাহুল-স্পিতি ভ্যালির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেত। কিন্তু এই টানেলের মাধ্যমে শীতের সময়েও দ্রুত লাদাখ সীমান্তে পৌঁছে যেতে পারবে ভারতীয় সেনা।

রোটাং পাসের নীচেই তৈরি করা হয়েছে এই টানেল। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ‘ভারতরত্ন’ অটল বিহারী বাজপেয়ীর নামেই এই টানেলের নামাঙ্কিত করা হয়েছে। এদিন এই টানেলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর, সেনাপ্রধান এম এম নারাভানে এবং চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত।

এই টানেল তৈরির ফলে সবচেয়ে বেশি লাভবান হবে সেনাবাহিনী। সেনা, অস্ত্রশস্ত্র, রসদ অনায়াসেই পৌঁছে দেওয়া যাবে লাদাখ সীমান্তে। পাশাপাশি হিমাচলের লাহুল, স্ফিতি, কিন্নর এলাকার সাধারণ মানুষজনের যাতায়তেও সুবিধা হবে।